Bibhajon
বোধহয় কেউ ভাবেনি কখনও
ভাবনারও হয়েছে বয়েস
বোধহয় কেউ খেয়াল করেনি
কেটে গেছে চিন্তার রেশ
বিভাজন খবর দিয়েছে
কিছুই থাকেনি অবশেষ
বিভাজিত ভাবনারা ভাবে
কবে এই ভাবনার শেষ
এই মহানগরীও ভাবে
ভাবে এই পরাধীন দেশ
স্বপ্নের শুরু কোনখানে
কোথায় সে স্বপ্নের শেষ
স্বপ্নের মূল্য কি জানে
স্বপ্ন যে দেখতে শেখায়
স্বপ্ন ভেঙে যাওয়ার পরেও
তাকে যেন খুঁজে পাওয়া যায়
বোধহয় কেউ চেনেনি কখনও
চেনা চেনা মানুষের মন
মুখোশটা আড়াল করেছে
আড়ালেই কেটেছে জীবন
বিভাজন হঠাৎ এসেছে
বদলে দিয়েছে পরিবেশ
বিভাজিত ভাবনারা ভাবে
কবে পরিবর্তন হবে শেষ
Bibhajon 专辑歌曲
歌曲 | 歌手 | 专辑 |
---|---|---|
Bibhajon | Rupam Islam | Bibhajon |